মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮

Shib Temple, Dihibatpur, Pursurah, Arambagh, Hooghly District


শিবমন্দির,  দিহিবাতপুর,  হুগলি 

শ্যামল  কুমার  ঘোষ 

            আরামবাগ  মহকুমার  পুড়শুড়া  থানা  ও  ব্লকের  অন্তৰ্গত  একটি  গ্রাম  দিহিবাতপুর।  গ্রামটি  দেউলপাড়ার  কাছে  অবস্থিত।  তারকেশ্বর  থেকে  সহজেই  এখানে  যাওয়া  যায়।

          এখানে  ঘোষ  বংশ  প্রতিষ্ঠিত  একটি  শিবমন্দির  আছে।  ( নরেন্দ্রনাথ  ভট্টাচার্য  লিখিত  হুগলি  জেলার  পুরাকীর্তি  গ্রন্থে  সরকার  বংশ  বলে  উল্লেখ  আছে। )  মন্দিরটি  আগে  'পঞ্চরত্ন'  ছিল।  একটি  চারচালা  মন্দিরের  ছাদের  মধ্যবর্তী  স্থানে  একটি  'চূড়া'  বা  'রত্ন'  বসলে  হয়  'এক  রত্ন'  মন্দির।  এক  'রত্ন'  মন্দিরের  চার  কোণে  চারটি  তুলনায়  ছোট  রত্ন  বসালে  হয়  'পঞ্চরত্ন'  মন্দির।  আলোচ্য  মন্দিরের  চার  কোণের  রত্নগুলি  পড়ে  গেছে।  সংস্কারের  পরে  তাই  এটিকে  আর  'পঞ্চরত্ন'  বলে  মনে  হয়  না।  'একরত্ন'  মন্দির  বলেই  ভুল  হয়। 

          মন্দিরটি  প্রায়  ভূমি  সমতলের  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  পশ্চিমমুখী  ও  একদ্বারবিশিষ্ট।  গর্ভগৃহের  সামনে  কোন  অলিন্দ  নেই।  প্রবেশদ্বারের  উপরে  পত্রাকৃতি  খিলান  অর্থাৎ  খিলানের  নিচের  প্রান্ত  বরাবর  ছোট  ছোট  অর্ধবৃত্তাকারে  ঢেউ  খেলানো।  মন্দিরের  সামনের  দেওয়ালে  টেরাকোটার  অলংকরণ  আছে।  তবে  অনেক  ফলকই  নষ্ট  হয়ে  গেছে।  মন্দিরের  নির্মাণকাল  ১৬৭৮  শকাব্দ  ( ১৭৫৬  খ্রিষ্টাব্দ )  বা  ১১৬৩  বঙ্গাব্দ।  সংস্কারকাল  ১৩৯২   বঙ্গাব্দ।  মন্দিরের  নির্মাণকালীন  একটি  প্রতিষ্ঠা  ফলক  আছে।  সংস্কারের  সময়  দুটি  ফলক  লাগানো  হয়েছে।  গর্ভগৃহে  কাল  পাথরের  শিবলিঙ্গ  নিত্য  পূজিত। 



শিবমন্দির 

মন্দিরের  সামনের  বিন্যাস 

কুলুঙ্গিরের  মধ্যের  মূর্তি - ১

কুলুঙ্গিরের  মধ্যের  মূর্তি - ২

কুলুঙ্গিরের  মধ্যের  মূর্তি - ৩

প্রতিষ্ঠাফলক ও কুলুঙ্গিরের  মধ্যের  মূর্তি 

কুলুঙ্গিরের  মধ্যের  মূর্তি - ৪

   
            এই  মন্দিরের  একটু  পশ্চিমে  বসু  বংশ  কর্তৃক  প্রতিষ্ঠিত  অনুরূপ একটি  শিবমন্দির  আছে।  মন্দিরটি  দক্ষিণমুখী  ও  ভগ্ন।  মন্দিরের  সামনের  দেওয়ালে  কিছু  টেরাকোটার  কাজ  বর্তমান।
    
             
অপর  শিবমন্দির 

মন্দিরের  সামনের  বিন্যাস 

খিলানের  উপরের  'টেরাকোটা'র  কাজ 

              
 সহায়ক  গ্রন্থ / উৎস  :        

         ১)  হুগলি  জেলার  পুরাকীর্তি :  নরেন্দ্রনাথ  ভট্টাচার্য
                
               -------------------------------------------
            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।

           --------------------------------------------                                                     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন