শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮

Lakshmi Janardan Temple, Kankrakuli, Dhaniakhali, Hooghly District, West Bengal


লক্ষ্মীজনার্দন  মন্দির,  কাঁকড়াকুলি,  হুগলি

শ্যামল  কুমার  ঘোষ  

            ধনিয়াখালি  থানা  ও  ব্লকের  অন্তর্গত  সোমসপুর - ২ নং  পঞ্চায়েত  এলাকার  অধীন  একটি  গ্রাম  কাঁকড়াকুলি  বা  কাঁকড়াখুলি।  দামোদরের  একটি  শাখা  এই  গ্রামের  উপর  দিয়ে  গেছে। 

            এই  গ্রামে  অনেকগুলি  মন্দির  আছে।  তাদের  মধ্যে  সবচেয়ে  উল্লেখযোগ্য  চন্দ্রশেখর  কর  প্রতিষ্ঠিত  লক্ষ্মীজনার্দন  মন্দির।  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  ত্রিখিলান  প্রবেশপথবিশিষ্ট    পূর্বমুখী  মন্দিরটি  বাংলা  আটচালা  শৈলীর।  গর্ভগৃহের  সামনে  অলিন্দ।  আগে  মন্দিরের  গর্ভগৃহে  ঢোকার  দুটি  দরজা  ছিল।  একটি  সামনে  অর্থাৎ  পূর্ব  দিকে  এবং  অপরটি  দক্ষিণ  দিকে।  এখন  সামনের  দরজাটি  বন্ধ  করে  জানলায়  পরিবর্তন  করা  হয়েছে।  দক্ষিণ  দিকের  দরজাটি  বর্তমানে  গর্ভগৃহে  ঢোকার  জন্য  ব্যবহার  করা  হয়।  মন্দিরের  সামনের  দিকের  দেওয়াল  'টেরাকোটা  অলংকরণে  অলংকৃত।  অলিন্দের  খিলানের  উপরও   টেরাকোটার  কাজ  আছে।  টেরাকোটা  অলংকরণের  অনেক  ফলক  এখন  নষ্ট  হয়ে  গেছে।  মন্দিরের  নির্মাণকাল  ১৬৫৫  শকাব্দ  অর্থাৎ  ১৭৩৩  খ্রিষ্টাব্দ।  মন্দিরে  একটি  প্রতিষ্ঠাফলক  আছে।  গর্ভগৃহে  শ্রীধর,  লক্ষ্মীজনার্দন  ও  সীতারাম  নামক  তিনটি  নারায়ণ  শিলা  নিত্য  পূজিত।  শ্রীধর  নামক  নারায়ণ  শিলাটি  করদের  দৌহিত্র  মিত্রবংশের  গৃহদেবতা।  সীতারাম  নামক  নারায়ণ  শিলাটি  বর্তমানে  ধ্বংসপ্রাপ্ত  সীতারাম  মন্দিরের।  মন্দিরটি  বর্তমানে  দেখাশোনা  করেন  কর  ও  তাঁদের  দৌহিত্র  মিত্রবংশের  লোকজন। 

            মন্দিরটির  পরিদর্শনের  তারিখ : ১৭.০১.২০১৮ 

লক্ষ্মীজনার্দন  মন্দির,  কাঁকড়াকুলি 

মন্দিরের  সামনের  বিন্যাস 

মন্দিরের  ত্রিখিলান  বিন্যাস 

বাঁ  দিকের  খিলানের  উপরের  কাজ 

মাঝের  খিলানের  উপরের  কাজ 

ডান  দিকের  খিলানের  উপরের  কাজ 

মন্দিরের  এক  দিকের  কোনা

অপর  দিকের  কোনা

অপর  দিকের  কোনাচ ( বড়  করে )

অপর  দিকের  কোনাচ ( বড়  করে )

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ১

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ২

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ৩

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ৪

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ৪ ( বড়  করে )

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ৫

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ৬

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ৭

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ৮

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ৯

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ১০

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ১১

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ১২

ভিত্তিবেদি  সংলগ্ন  কাজ 

গর্ভগৃহের  খিলানের  উপরের  কাজ 

প্রতিষ্ঠাফলক 

            গ্রামে  একটি  ছয়কোনা  রাসমঞ্চ   আছে।  সামান্য  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত  রাসমঞ্চটি  পঞ্চশিখর  বিশিষ্ট।  কেদ্রীয়  চূড়াটি  উঁচু।  প্রতিটি  শিখরের  উপরিভাগ  রেখদেউল  ধরণের  আড়াআড়িভাবে  খাঁজকাটা।  বর্তমানে  চারদিকে  দেওয়াল  তুলে  সেটি  মন্দিরে  পরিণত  করা  হয়েছে। 


পূর্বের  রাসমঞ্চ 

 সহায়ক  গ্রন্থ : 
          ১)  হুগলি  জেলার  পুরাকীর্তি :  নরেন্দ্রনাথ  ভট্টাচার্য 

           -------------------------------------------
            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।

           ---------------------------                                         

বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০১৮

Raghunath temple, Pursurah, Arambagh, Hooghly District, West Bengal


রঘুনাথ  মন্দির,  পুরশুড়া,  আরামবাগ,  হুগলি

শ্যামল  কুমার  ঘোষ  

            
            আরামবাগ  মহকুমার  পুড়শুড়া  থানা  ও  ব্লকের  অন্তর্গত  একটি  গ্রাম  পুড়শুড়া।  আরামবাগ  ও  তারকেশ্বর  থেকে  বাসে  এখানে  যাওয়া  যায়।  

            এই  গ্রামের   আটচালা  রঘুনাথ  মন্দির  স্থানীয়  ঘোষ  বংশ  কর্তৃক  প্রতিষ্ঠিত।  নরেন্দ্রনাথ  ভট্টাচার্য  লিখিত  হুগলি  জেলার  পুরাকীর্তি  গ্রন্থে  মন্দিরটি  সিংহ  বংশ  কর্তৃক  প্রতিষ্ঠিত  বলে  উল্লেখ  করা  হয়েছে।  মন্দিরটি  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  দক্ষিণমুখী  ও  ত্রিখিলান  প্রবেশপথযুক্ত।  গর্ভগৃহের  সামনে  অলিন্দ।  গর্ভগৃহে  ঢোকার  দুটি  দরজা।  একটি  সামনে  অর্থাৎ  দক্ষিণ  দিকে  এবং  অপরটি  পশ্চিম  দিকে।  মন্দিরের  নির্মাণকাল  ১৬৭৫  শকাব্দ  অর্থাৎ  ১৭৫৩  খ্রিষ্টাব্দ।  মন্দিরে  একটি  প্রতিষ্ঠাফলক  আছে।  মন্দিরের  সামনের  দেওয়াল  টেরাকোটা  অলংকরণে  অলংকৃত।  গর্ভগৃহে  শ্রীশ্রী রঘুনন্দন ( নারায়ণ  শিলা )  নিত্য  পূজিত।

            মন্দিরটির  অবস্থা  খুবই  সঙ্গিন।  গর্ভগৃহের  ছাদ  ফেটে  ফাঁক  হয়ে  গেছে।  খুব  তাড়াতাড়ি  সংস্কার  না  করলে  আমরা  আর  একটি  টেরাকোটা  মন্দির  হারাবো।



রঘুনাথ  মন্দিরের  সামনের  ত্রিখিলান  বিন্যাস 
রঘুনাথ  মন্দির,  পুরশুড়া 

বাঁ  দিকের  খিলানের  উপরের  কাজ 

মাঝের  খিলানের  উপরের  কাজ 

মাঝের  খিলানের  উপরের  কাজ ( বড়  করে )

মাঝের  খিলানের  উপরের  কাজ ( বড়  করে )

ডান  দিকের  খিলানের  উপরের  কাজ

কুলুঙ্গির  মধ্যে  কাজ  ও  নকশা 

কুলুঙ্গির  মধ্যে  কাজ - ১

কুলুঙ্গির  মধ্যে  কাজ - ২

কুলুঙ্গির  মধ্যে  কাজ - ৩

কুলুঙ্গির  মধ্যে  কাজ  ও  প্রতিষ্ঠাফলক 

প্রতিষ্ঠাফলক 


           সহায়ক  গ্রন্থ : 
                 ১)  হুগলি  জেলার  পুরাকীর্তি :  নরেন্দ্রনাথ  ভট্টাচার্য

            -------------------------------------------
            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।

           --------------------------                                             

বুধবার, ১০ জানুয়ারী, ২০১৮

Rajrajeshwar Temple and Other Temples, Senhat, Khanakul, Hooghly District, West Bengal


রাজরাজেশ্বর  ও  অন্যান্য মন্দির,  সেনহাট, হুগলি  

শ্যামল  কুমার  ঘোষ 

            হুগলি  জেলার  খানাকুল  থানা  ও  ব্লকের  অন্তর্গত  একটি  গ্রাম  সেনহাট।  খানাকুল  থেকে  সামান্য  দূরে  অবস্থিত।  তারকেশ্বর  ও  আরামবাগ  থেকে  সহজেই  এখানে  যাওয়া  যায়।

            এখানকার  রাজরাজেশ্বর  মন্দির  স্থানীয়  দত্ত  বংশ  কর্তৃক  ১৮৫৮  খ্রিস্টাব্দে  প্রতিষ্ঠিত।  প্রায়  ভূমি  সমতলের  ভিত্তিভূমির  উপর  স্থাপিত,  দক্ষিণমুখী  মন্দিরটি  পঞ্চরত্ন  শৈলীর  ও  খাঁজবিহীন  রেখ  ধরনের  বক্রশীর্ষ  শিখরবিশিষ্ট।  মন্দিরের  সামনে   ত্রিখিলান  প্রবেশপথ।  গর্ভগৃহের  সামনে  অলিন্দ।  গর্ভগৃহে  প্রবেশের  একটিই  দরজা।  মন্দিরের  সামনে  'টেরাকোটা'র  অলংকরণ  আছে।  তবে  এই  'টেরাকোটা'র  বেশির  ভাগ  ফলকই  নষ্ট  হয়ে  গেছে।  গর্ভগৃহের  ঢোকার  দরজার  দু  পাশে  দুটি  দণ্ডায়মান  মনুষ্য  মূর্তি  এবং  খিলানের  উপরে  পঙ্খের  নকশা  দ্বারা  অলংকৃত।  গর্ভগৃহে  শ্রীশ্রী রাজরাজেশ্বর ( নারায়ণ  শিলা )  প্রতিষ্ঠিত  ও  নিত্য  পূজিত।  মন্দিরটির  অবস্থা  খুবই  খারাপ।

রাজরাজেশ্বর মন্দিরের গর্ভগৃহের প্রবেশদ্বারের খিলানের উপরে পঙ্খের নকশা 

রাজরাজেশ্বর  মন্দির 

মন্দিরের  ত্রিখিলান  বিন্যাস 

বাঁ  দিকের  খিলানের  উপরের  কাজ 
বাঁ  দিকের  খিলানের  উপরের  কাজ ( বড়  করে )

মাঝের  খিলানের  উপরের  কাজ

মাঝের  খিলানের  উপরের  কাজ ( বড়  করে )

ডান  দিকের  খিলানের  উপরের  কাজ 

ডান  দিকের  খিলানের  উপরের  কাজ ( বড়  করে )

কুলুঙ্গির  মধ্যে  কাজ 
টেরাকোটার  নকশা 

মনুষ্য  মূর্তি 

            একটু  দূরে  সিদ্ধেশ্বরী  তলায়  একটি  আটচালা  মন্দিরে  শ্রীশ্রী সিদ্ধেশ্বরী  মাতা  ও  শীতলেশ্বর  জিউ  পূজিত  হন।  মন্দিরটি  অল্প  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  দক্ষিণমুখী  ও  ত্রিখিলান  প্রবেশপথ যুক্ত।  মন্দিরের  সামনের  দেওয়ালের  দুপাশে  ও   উপরের  এক  সারি  কুলুঙ্গির  মধ্যে  'টেরাকোটা'  মূর্তি  আছে।  তবে  রঙের  প্রলেপে  সেগুলি  খুবই  ম্লান।  খিলানের  উপরে  পঙ্খের  কাজ  আছে।  পাশেই  একটি  মন্দিরে  ধৰ্মরাজ  পূজিত  হন। 


ধর্মরাজ  ও  সিদ্ধেশ্বরী  মন্দির 

সিদ্ধেশ্বরী  মন্দিরের  টেরাকোটার  কাজ - ১

সিদ্ধেশ্বরী  মন্দিরের  টেরাকোটার  কাজ - ২

সিদ্ধেশ্বরী  মন্দিরের  টেরাকোটার  কাজ - ৩

ধর্মরাজ  মন্দির 

মন্দিরের  পঙ্খের  কাজ 

            এই  দুটি  মন্দিরের  দক্ষিণে  একটি  বারোচালা  শিবমন্দির  আছে।  মন্দিরটি  পশ্চিমমুখী,  বক্রকার্নিস  ও  উচ্চ  চূড়াবিশিষ্ট।  বারোচালা  মন্দির  খুবই  কম  দেখা  যায়।  হুগলি  জেলায়  পাণ্ডুয়া  থানার  ইলছোবাতে  আর  একটি  বারোচালা  মন্দির  আছে  যদিও  সেটি  এটির  মত  উচ্চ  চূড়াবিশিষ্ট  নয়।



বারোচালা  শিবমন্দির

            এই   শিবমন্দিরের  উত্তর-পশ্চিম  কোণে  একটি  দোলমঞ্চ  আছে।  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত  দোলমঞ্চটি  পঞ্চরত্ন  ধরণের।  কেদ্রীয়  চূড়াটি  উঁচু।  প্রতিটি  শিখরের  উপরিভাগ  রেখদেউল  ধরণের   আড়াআড়িভাবে  খাঁজকাটা।  চারটি  স্তম্ভের  উপর  দোলমঞ্চটি  দণ্ডায়মান।  স্তম্ভগুলি  পরস্পর  ধনুরাকৃতি  খিলানের  দ্বারা  সংযুক্ত।



পঞ্চরত্ন  দোলমঞ্চ

        সহায়ক  গ্রন্থ : 
                 ১)  হুগলি  জেলার  পুরাকীর্তি :  নরেন্দ্রনাথ  ভট্টাচার্য

             -------------------------------------------
            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।

           ---------------------------