সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

Damodar Temple, Bahirgarh, Jangipara, Hooghly


শ্রীশ্রী দামোদর  মন্দির,  বাহিরগড়,  হুগলি

                             শ্যামল  কুমার  ঘোষ 

            হাওড়া-তারকেশ্বর  রেলপথে  হরিপাল  ১৬ তম   রেলস্টেশন।  রেলপথে  হাওড়া  থেকে  দূরত্ব  ৪৫  কিমি।  হরিপাল  স্টেশন  থেকে  হরিপাল-জাঙ্গিপাড়া-জগৎবল্লভপুর  রাস্তায়,  জাঙ্গিপাড়া  ব্লকের  একটি  গ্রাম  বাহিরগড়।  এই  গ্রামে   ১৬৬৫  শকাব্দে  ( ১৭৪৩  খ্রীষ্টাব্দে )  নির্মিত  দামোদর   মন্দিরটি  উল্লেখযোগ্য।  মন্দিরটি  কয়েক  বছর  আগে  সংস্কৃত  হয়েছে। 

              অল্প  উঁচু  ভিত্তিবেদির  উপর  প্রতিষ্ঠিত,  দক্ষিণমুখী,  ত্রিখিলান  প্রবেশদ্বারযুক্ত  মন্দিরটি  আটচালা  শৈলীর।  গর্ভগৃহের  সামনে  ঢাকা  বারান্দা  আছে।  গর্ভগৃহে  ঢোকার  একটিই  দরজা।  মন্দিরের  সামনের  দেওয়াল  টেরাকোটা  অলংকারে  অলংকৃত।  এই  টেরাকোটা  অলংকারগুলির  মধ্যে  রাম-রাবণের  যুদ্ধ, কৃষ্ণ  লীলা,  মৎস্যাবতার,  বক  রাক্ষস  বধ   ইত্যাদি  পৌরাণিক  চিত্র,  শিবিকায়  গমন,  কলসি  কাঁকে  মহিলা,  বাজনদার,  বন্দুক  হাতে  সাহেব  ইত্যাদি  সামাজিক  চিত্র  উল্লেখযোগ্য।              

            মন্দিরে  শ্রীশ্রী  দামোদর  জিউ  ( নারায়ণ  শিলা )  প্রতিষ্ঠিত  ও  নিত্য  পূজিত।  মন্দিরটি  আগে  অন্নদাপ্রসাদ  দে  বংশীয়দের  ছিল।  এই  বংশের  শেষ  জীবিত  সদস্যা  বিধবা  খোদনবালা  দে  মন্দিরটি  শ্বশুরের  দৌহিত্র  বংশ  শেঠদের  দিয়ে  যান।  আবার  শেঠ  বংশের  কাছ  থেকে  তাঁদেরই  দৌহিত্র  বংশের  অসিত  টাট,  নিশীথ  টাট  ও  তাঁদের  আরও  দুই  ভাই  এই  মন্দিরের  কর্তৃত্ব  পান ।  তাঁরাই  এখন  বিগ্রহের  সেবাকার্য  করে  থাকেন।  মন্দিরটি  ২০০৮  সালে  West  Bengal  Heritage  Commission  কর্তৃক  ঐতিহ্যবাহী  স্থাপত্য  হিসাবে  ঘোষিত  হয়েছে। 

            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ১৬.১২.২০১৬

 দামোদর  মন্দির

মন্দিরের  সামনের  বিন্যাস

মন্দিরের  ত্রিখিলান  বিন্যাস

মাঝের  খিলানের  উপরের  কাজ

রাম-রাবণের  যুদ্ধ

এক  পাশের  খিলানের  উপরের  কাজ

বড়  করে  দেখা

অন্য  পাশের  খিলানের  উপরের  কাজ 

বড়  করে  দেখা

গর্ভগৃহের  সামনের  কাজ

দ্বারী 

নৃত্যের  ভঙ্গিমা  ও  অন্য  চিত্র

দুই  মহিলা

কলসি  কাঁকে  মহিলা  ও  অন্য  ছবি

একটি  টেরাকোটা  চিত্র 

তিরন্দাজ ও  পাখিধরা 

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ১

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ২

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ৩

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ৪

কৃষ্ণ  ও  রাধা

ধনুর্ধর

ধনুর্ধর  ও  অন্য  চিত্র

এক  পাশের ভিত্তিবেদি  সংলগ্ন  কাজ

দধি  মন্থন  ও  অন্য  তিনটি  দৃশ্য 

বক  রাক্ষস  বধ  ও  অন্য  চিত্র 

কৃষ্ণ কর্তৃক কেশী ও অঘাসুর বধ

কুবলয়পীড় বধ

দুটি  টেরাকোটা  চিত্র

অন্য  পাশের ভিত্তিবেদি  সংলগ্ন  কাজ

শিবিকায়  গমন 

বাজনদার 

বন্দুক  হাতে  সাহেব

            
 বাহিরগড়ের  দামোদর  মন্দিরে  যেতে  হলে  হাওড়া  থেকে  তারকেশ্বর  লোকালে  উঠুন।  নামুন  হরিপাল  স্টেশনে।  স্টেশনের  পাশ  থেকে  জগৎবল্লভপুর / বড়গাছিয়া  গামী  বাস  বা  ট্রেকারে  উঠুন।  যদি  তা  না  পান  তবে  জাঙ্গিপাড়া  থানা  গামী  ট্রেকারে  উঠুন।  জাঙ্গিপাড়া  থানা  থেকে  বাস  বা  'ম্যাজিক'  গাড়িতে  উঠে  পৌঁছে  যান  বাহিরগড়।  সেখান  থেকে  হেঁটে  মন্দির।  খাবার  সঙ্গে  নেবেন।

              দামোদর  মন্দির  দেখে  চলুন  সিংহরায়দের  শিবমন্দির  দেখতে।  মন্দিরটি  সম্বন্ধে  জানতে  ক্লিক  করুন : শিবমন্দির, বাহিরগড়,  হুগলি       

  সহায়ক  গ্রন্থাবলী :
        ১)  হুগলি  জেলার  ইতিহাস  ও  বঙ্গসমাজ ( ৩ য়  খণ্ড ) :  সুধীর  কুমার  মিত্র 
       ২)  হুগলি  জেলার  পুরাকীর্তি :  নরেন্দ্রনাথ  ভট্টাচার্য  
           -------------------------------------------
            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।

           --------------------------------------------  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন