মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬

Shri Shri Krishna Chandra Jiu Temple, RayBari, Radhaballabhi Acharya Para, Santipur, Nadia

            শ্রী শ্রী  কৃষ্ণচন্দ্র  জিউ  মন্দির,  রায়বাড়ি,
                  রাধাবল্লভী  আচার্য  পাড়া,  শান্তিপুর,  নদিয়া 

                   শ্যামল  কুমার  ঘোষ

            শান্তিপুরের  বিগ্রহ  বাড়িগুলির  মধ্যে  রায়  বাড়ি  অন্যতম।  এই  বাড়ির  বিগ্রহ  শ্রীশ্রী  কৃষ্ণচন্দ্র  একটি  মন্দিরে  কাঠের  সিংহাসনে  প্রতিষ্ঠিত।  মন্দিরে  অন্যান্য  বিগ্রহের  সঙ্গে  একটি  বহু  পুরানো  শিবলিঙ্গও  নিত্য  পূজিত।  মন্দিরটি  বাংলা  চারচালা  রীতির।  পূর্বে  মন্দিরের  সামনের  দেওয়াল  যে  টেরাকোটা  সমৃদ্ধ  ছিল  তা  অনুমান  করা  যায়।  কিন্তু  কালের  প্রবাহে  এবং  সাদা  কলিচুনের  প্রলেপে  সেই  টেরাকোটার  সামান্যই  আজ  অবশিষ্ট  আছে।

            আগে  রায়  পরিবার  শাক্ত  বলেই  পরিচিত  ছিল।  দুর্গা  ও  কালী  পূজা  উপলক্ষ্যে  ছাগ  বলিরও  প্রচলন  ছিল।  পরে  বৈষ্ণবীয়  ভক্তি  আন্দোলনের  জোয়ারে  শান্তিপুরের  অনেক  পরিবারের  মত  শক্তির  উপাসক  রায়  পরিবারের  প্রাণপুরুষ  শম্ভুনাথ,  বিশ্বনাথ  এবং  নরসিংহনাথদের  মনেও  ভাবান্তর  আসে  এবং  তাঁরা  বৈষ্ণব  ধর্মে  দীক্ষিত  হন।  বর্তমানে  দশ  পুরুষ  ধরে  এই  পরিবার  শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র  জিউর  নিত্য  পূজা  ও  অন্যান্য  বৈষ্ণব-পার্বণ  পালন  করে  আসছেন।  ভাঙ্গারাসের  শোভাযাত্রায়  এই  বাড়ির  অন্যতম  আকর্ষণ  রাইরাজা।

শ্রীশ্রী কৃষ্ণচন্দ্র  মন্দির,  রায়বাড়ি,  শান্তিপুর

শ্রীশ্রী কৃষ্ণচন্দ্র  ও  অন্যান্য  বিগ্রহ

শ্রীশ্রী কৃষ্ণচন্দ্র  ও  রাধিকা  বিগ্রহ

            শান্তিপুরের  রায়বাড়ি  যেতে  হলে  শিয়ালদহ  থেকে  শান্তিপুর  লোকাল  ধরুন।  রেলপথে  শান্তিপুরের  দূরত্ব  ৯৩  কিমি।    ট্রেনে  সময়  লাগে  আড়াই  ঘন্টা।  স্টেশন  থেকে  রিকশায়  বা  টোটোতে  পৌঁছে  যান  রাধাবল্লভী  আচার্য  পাড়ায়  অবস্থিত  রায়বাড়ি।  



 সহায়ক  গ্রন্থ :
              ১. রাসোৎসব - ২০১৫  উপলক্ষে  শান্তিপুর  বিগ্রহবাড়ি  সমন্বয়  সমিতি  কর্তৃক  প্রকাশিত  পুস্তিকা  
         

              -------------------------------------------
            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।

           --------------------------------------------                                                       

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন